প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।