দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে
হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে
পথের ধারে তোমার আশায় ভালোবাসার ধূসর আলোতে
আছি দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ঝরাতে