বাংলাদেশের বেশিরভাগ মহিলারাই সম্ভবত স্বামীদেরকে বেশ ভালোবাসে! ওয়ার্ডে এক রোগী ভর্তি হয়েছে এবং সে তার স্ত্রীকে মাঝেমধ্যেই সমানতালে ঘুসি মারছে ! কিন্তু তার স্ত্রী তার সেবা দিয়ে যাচ্ছে!আমরা যখন রোগীর কাছে যাচ্ছি তখন রোগী বেশ বিনম্র এবং ভদ্র আচরণ করছে! এ বিষয়ে রকিবউদ্দীন স্যার ,"বলেন ঢাকার প্রায় 60 শতাংশ পুরুষ নির্যাতনের শিকার"!
ডা. ফজলুল কবির