মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে IMEI এর মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিন ।
আমাদের মাঝে অনেকের দেখা যায় যে এই বিষয়ে আমনোযোগী । যখন বিপদে পড়ে তখন মনে পড়ে । তাই বিপদে পড়ার আগে মোবাইল ফোন কেনার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন ।
যদি IMEI নম্বরে এসএমএস দিয়ে কোনো ফিরতি মেসেজ না আসে বা বলে আপনার ডিভাইস সরকারি ডাটাবেসে পাওয়া যায় নি তাহলে সেই ফোন নেব না । কারণ সরকার আমাদের সতর্ক করে দিয়েছে আগে থেকে । ছবির উৎসঃ BTRC #techzoombd

Mi piace
Commento
Condividi