https://www.lovestory-bd.com/13108/
তুমি আমি । পর্ব -০২
রাগে ফুসতে ফুসতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে তামিম এবং কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে যায়।
……
বিকালবেলা……
:- বড় মা তামিম কোথায়?
সকালে তামিম ঐভাবে রাগ করে রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ায় তাঞ্জিলার খারাপ লাগে। সে বুঝতে পারে এভাবে বলাটা উচিত হয় নাই তবুও কেন যেন তখন রাগের মাথায় এসব বলে ফেলেছিল। তাই ত এখন সে এসেছে তামিমের বাড়ীতে তার রাগ ভাঙানোর জন্য।
সেখানে আসার পর প্রথমেই দেখা হল তামিমের মা তনিমা বেগম এর সাথে। এই মানুষটিকে তাঞ্জিলার খুব ভালোলাগে শুধু তাই নয় তামিমের বাবাকেও খুব পছন্দ হয় তার কারণ তারা দুজনেই খুব ভালো মনের মানুষ এবং তাকে খুব ভালোবাসে। এজন্যই তাঞ্জিলা তাদের দুজনকে বড়বাবা এবং বড়মা বলে ডাকে।
Like
Comment
Share