কদম ফুল!
তোমার নাকি ভীষণ পছন্দ?
এই বর্ষায় খবর পেলুম
দেখা হয়নি , ছোঁয়া হয়নি
মিষ্টি গন্ধ পাওনি, তুমি তার।
কদম ফুল!
এই বর্ষায় তোমার স্পর্শ অনুভব করেনি
আমার প্রিয়তম
আচ্ছা তোমাকে ছাড়া কি?
বর্ষার মেঘমালা দেখা যায়!
বলোতো তুমি
আচ্ছা তোমাকে ছাড়া কি?
পরিপূর্ণ হয় এই অঝোর শ্রাবণ মেঘের দিন!
জানি তোমার উত্তর না হবে
তাহলে তোমাকে ছাড়া আমার প্রিয়তমর বর্ষা
সেতো থাকবে অসম্পূর্ণ
তাই সিদ্ধান্ত নিয়েছি আজ
আবহাওয়া অধিদপ্তর এ খবর নিবো
এ সপ্তাহে বৃষ্টি হবে কিনা আদৌ?
যেদিন তোমার মন খারাপ হবে
আমি তোমার জানলায় বৃষ্টিতে ভিজে
দুটি কদম ফুল রেখে যাবো
কথা দিলাম!

Mi piace
Commento
Condividi