আবুলের স্ত্রী: ওগো, শুনছ?
তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার
কথা, গিয়েছিলে?
আবুল: গিয়েছিলাম তো।
আবুলের স্ত্রী: ডাক্তার কী বলল?
আবুল: দূর দূর! ডাক্তারের
নিজের চোখ আমার
চেয়ে খারাপ!
আবুলের স্ত্রী: কেন?
আবুল: দিনের বেলায়ও ব্যাটা টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল!