একটা শিশুর শিশু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ; তাকে বড় করে তোলার কোনও তাড়া নেই, কারণ পরে আর কখনই তাকে শৈশবে ফেরাতে পারবো না। শিশু যদি শিশুর মতো আচরণ করে, সেটাই তো অপূর্ব লাগে। প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পরেও যদি কেউ শিশুসুলভ আচরণ করে তাহলে সেটা বাজে দেখায়। তাই আমাদের বান্টীর বড় হয়ে ওঠার কোনও তাড়া নেই...

image