উপলব্ধির তর্জমা
ম্যাট্রিক্স সিনেমা যখন প্রথম দেখলাম, বুঝতেই পারিনি কি বলতে চাচ্ছে। ইংরেজিতে আমি একটু কম বুঝি। আসলে বাংলায় বললেও আমি ধরতে ধরতে পরের লাইনে গল্প চলে যায়।
যাইহোক, সাবটাইটেল নামিয়ে বুঝার চেষ্টা করতে গিয়ে আমার সিনেমা দেখা শেষ হল ৫ ঘন্টায়। তাতেও আমার কষ্ট লাগেনি, কষ্টটা হল এবারো রহস্য বুঝতে পারলাম না। এক দরজা দিয়ে ঢুকে, দুইটা জগৎ কি করে।
বিষয়টি বুঝিয়ে দিতে আমার স্কুল বন্ধু তমাল এগিয়ে এল। তাজমহল রোডের খেলার মাঠে তমাল বুঝালো, বিষয়টি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের ন্যায়। কম্পিউটার জগত।
এবার আমি সহজ করে বলি, ধরুন আপনি সি ড্রাইভে ক্লিক করলেন। সেখানে অনেকগুলো ফোল্ডার করা আছে। যা আপনি চাইলেও বাদ দিতে পারবেন না। এসব ফোল্ডারের আবার হিডেন ডাটাবেইজ ফাইল আছে। পাশাপাশি কিছু সিমিলার ফাইল আছে। এখন ভাইরাস যখন এটাক করে এসব এর মিরর সিস্টেম ফাইল প্রোগ্রামিং এক্টিভ হয়ে সিস্টেম অচল করে দেয়। আর এই নিয়েই নাকি ম্যাট্রিক্স সিনেমা। ভবিষ্যতে নাকি এমন হবে, বৈজ্ঞানিক কল্প কাহিনি।
আমি সিনেমাটা দেখতাম বার বার একশান দৃশ্যের মেকিং টা ভাল লাগত বলে। আর প্রতিবারই সুপ্ত ভাবে বোঝার ট্রাই করতাম দৃশ্য গুলোর কন্টিনিটি দেখে। এখন ম্যাট্রিক্স এর দি সারেকশান বেড়িয়েছে।
এখনো বুঝিনি পুরোপুরি, তবে কন্টিনিটি মেলানোর চেষ্টা করে নিজের মত একটা বুঝ নিই।
এই যেমন প্রতিবার ফোনে ইউটিউব অন করলে নতুন নতুন হোম পেইজ স্টোরি আসে।
এত এত কন্টেন্ট প্রতিমুহূর্তে তৈরি হচ্ছে যেন, আগামীকালটা বাঁচবই একটা কন্টেন্ট এর বিনিময়ে।
আরেকটু বুঝিয়ে বলি, আমাদের পুর্বপুরুষের চিন্তা ভাবনায় থাকত, মরার আগে ছেলেমেয়েদের জন্য যেন; কিছু এসেট করে দিয়ে যেতে পারে। তাই তারা জমিজমা কিনে যেতেন। আমার পরিবারের মত হলে, আবার বাড়ি ফ্রি পেয়ে যেতে পারেন, আসবাবপত্র সহ।
সে আরেক গল্প। ইউটিউবও যেন ম্যাট্রিক্স সিনেমার মত, প্রতিবার এপে নতুন করে ঢুকলে নতুন স্টোরি সাজেশন। কারণ, এখন সবাইকে বাচতে হলে একটি করে জিমেইল আইডি থাকতে হবে। থাকতে হবে নিজের অর্থ উপার্জনের জন্য, সৃজনশীল সমৃদ্ধ চ্যানেল।
এখন সাবস্ক্রাইভ-ভিউ শর্ত প্রযোজ্য জনপ্রিয় চ্যানেলের অধিকারীগণরাই প্রজন্মের জন্য, ডিজিটাল জমি করে, রেখে যেতে পারেন।
মনে রাখবেন, মেধাবীরা এইখানেও আমার মত বোকাদের খাটায়, ঠিক বর্গা চাষীদের মত।
#সৃষ্টি
#premdevota
#perspective
#meghporifilmsbd
#উপলব্ধি
Younus Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Arshad Ali
Delete Comment
Are you sure that you want to delete this comment ?