:::::::::ছোট একটা কবিতা ::::::::::::
আমার খেলা চুপি চুপি তারার সাথে
আমার খেলা হাওয়ার সাথে দিন কি রাতে।
আমার খেলা পাখির সাথে সারা বেলা
সাঁঝের জোনাক আমার মনে বসায় মেলা।
আমার খেলার নিবিড় সাথি ঢেউরা নদীর
তাই তো আমার মন থাকে না একটুও থির।
আমার সাথি খেলার সাথি গাছের ছায়া
পথিক বসে, আমিও বসি—কত্তো মায়া!
আমার মধুর খেলার সাথি সুয্যিমামা
রোজ সে পরায় আমার গায়ে রোদের জামা।

লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Saiful Islam
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?