আজ ১৬ জুন থেকে দেশের সার্বিক বৃষ্টিপাত বৃদ্ধি পেতে চলেছে ইনশা-আল্লাহ। যার ফলে আগামি ৩/৪ দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এতোদিন থেকে বৃষ্টি না হওয়া স্থানগুলোতেও এসময় বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অধিকাংশ এলাকার আকাশে থাকতে পারে মেঘের আনাগোনা। সুতরাং আপনারা সকলে এই বর্ষার রিমঝিম ধারা উপভোগ করার জন্য প্রস্তত থাকুন।

Beğen
Yorum Yap
Paylaş