গোধূলীর আলোয়। মৌসুমী । পর্ব -৫০
--------------------------------------------------------
সায়নের আজকাল; না, আজকাল না! অনুর সাথে বিয়ে হওয়ার পর থেকেই আয়মানদের বাসায়
যেতে কেমন অস্বস্থি লাগে। কেমন লজ্বা টাইপ অনুভূতি হয় ভেতরে ভেতরে।
আগে যেমন নিঃসংকচে আয়মানদের বাসায় যখন তখন যেতো, এখন তা হয় না!
শ্বশুরবাড়ি বলেই হয়তো এমন মনে হয়। আগে ছিলো
বন্ধুর বাড়ি আর এখন বন্ধুর বাড়ি সাথে শ্বশুরবাড়ি।
https://www.lovestory-bd.com/6195/
お気に入り
コメント
シェア