১) টাকা থাকলে তুমি-বউয়ের কাছে সেরা জামাই। 
২) টাকা থাকলে তুমি মা-বাবা কাছে দায়িত্ববান ছেলে। 
৩) টাকা থাকলে তুমি শ্বশুর-শাশুড়ির আদরের জামাই। 
৪) টাকা থাকলে তুমি শালা-শালী প্রিয় দুলাভাই। 
৫) টাকা থাকলে তুমি আত্মীয়-স্বজনের কাছে সবচাইতে নামি দামি মানুষ। 
৬) টাকা থাকলে বন্ধু খুব ঘনিষ্ঠ মানুষ। 
৭) টাকা থাকলে তুমি- সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা। 
৮) টাকা থাকলেই তুমি- হাইব্রিড নেতা হলে তবুও তুমি ত্যাগী নেতা। 
৯) টাকা থাকলে তুমি-গ্রামের জনদরদি। 
১০) টাকা থাকলে তুমি-বিশিষ্ট সমাজ সেবক। 
১১) টাকা থাকলে তুমি-গণমানুষের নেতা। 
১২) টাকা থাকলে তুমি-অনুষ্ঠানের প্রধান অতিথি। 
১৩) টাকা থাকলে তুমি-গরিবের বন্ধু। 
১৪) টাকা তুমি-নাই-কিছুই-নাই। 
১৫) টাকা ছাড়া জীবন মরুভূমি। 
১৬) টাকা ছাড়া পুরুষ হয় বিধবা?  
 ................. এটাই বাস্তবতা.................
		
 
											 
			 
			 
			 
			 
			