আজ দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের লোক বসে আছে, আমার লেখা তো সরকারি ফাইলের নোট কিংবা পরীক্ষার রাইটিং নয় যে লাল কালি দিয়ে কেটে বিষয়বস্তুর উন্নতি ঘটানো যাবে। শেখ হাসিনা টেলিভিশন, রেডিও, কাগজের জগতের সম্পাদক হলে নিশ্চয়ই এ কাজ করতেন না।এরকম কত জায়গায় কত লোক বসে আছে, এরাই তো একটা সরকারকে ডোবায়। আমার গেছে পান্ডুলিপির উপর দিয়ে। অন্য অনেকের প্রাণ দিতে হয়েছে। আমার এখন ইচ্ছে আছে, প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে বলি, কি সব লোক বসিয়ে রেখেছেন কেমন অবলীলায় উপন্যাস খুন করে

Mi piace
Commento
Condividi
James Boss
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?