দোকানে গিয়ে #দুষ্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্যা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে।"😀😀😀
お気に入り
コメント
シェア