ভিড়ের মধ্যে সাইকেলের সঙ্গে লেগে মহেশের ধুতি ছিঁড়ে গেল! মহেশ সঙ্গে সঙ্গে সাইকেলওয়ালাকে সাইকেল থেকে নামিয়ে বললেন—
মহেশ: যাচ্ছেন কোথায়? আমার ধুতির দাম দিয়ে যান!
সাইকেলওয়ালা: ধুতির দাম কত?
মহেশ: ২০০ টাকা। সাইকেলওয়ালা ভালো মানুষের মতো পকেট থেকে দুশ টাকা বের করে দিলেন! এবার মহেশ খুশিমনে দুশ টাকা পকেটে পুরে যেই রওনা হবেন, সাইকেলওয়ালা তার হাত চেপে ধরে বললেন—
সাইকেলওয়ালা: যাচ্ছেন কোথায়? আগে আমার ধুতি খুলে দিয়ে যান! ধুতির দাম দিয়ে দিয়েছি, এখন এই ধুতি আমার।
Gusto
Magkomento
Ibahagi