সামনে কুরবানি ঈদ, স্ত্রী তার স্বামি কে বললো “ মাইনষে ফিরিজে গোস্ত রাকলে কত কথা হুনন লাগে একটা ফিরিজ আনো না”
স্বামি বললো “ঠিকাছে বেতন পাইলে ফিরিজের লেইগ্গা টাকা জমামু”
আজ তাদের ফ্রিজ কিনতো যাওয়ার কথা ছিলো, সকাল বেলা বউ বললো,
“ আগে ফিরিজের জাগা টা ঠিক কইরা যাও, সোকেস টা এই সাইডে লইয়া আও, ফিরিজ ডা হেয়ানো পাতাম”
স্বামি, স্ত্রী, এবং তাদের ৮-১০ বছরের এক মাত্র ছেলে সন্তান কে নিয়ে স্টিলের শো কেস টা স্থানান্তর করার সময় ঘড়ের ভিতরের বিদ্যুত সংযোগ এর তার স্টিলের শো কেসে লেগে ছিরে গিয়ে শোকেসে বিদ্যুৎ পরিবাহি হয়ে, বাবা মা ছেলে কে শক করে৷
ঘঠনাস্থলে মারা যান বাবা এবং ছেলে, মা আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি।
অসচেতনার কারনে একটা পরিবার ধ্বংস হয়ে গেলো।

お気に入り
コメント
シェア