ভালোবাসি যে তোকে | পর্ব – ০১
--------------------------------------------------------------
ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার সব কাজ করে দেব৷ তোমার প্যান্ট ধুয়ে দেব,
তোমাকে খাবার বেড়ে দেব, তোমার মাথা টিপে দেব আর তোমাকে অনেক ভালোবাসবো।
সব কিছু করবো। তুমি আমাকে বিয়ে করবে?
পড়ন্ত বিকেলে নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য দেখছিলাম।
তখনি পিছন দেখে একটা বাচ্চা কণ্ঠের মেয়ে কথাগুলো বলে উঠলো।
পিছনে তাকিয়ে দেখি আমার চাচাতো বোন পুতুল। বয়স সাত। তৃতীয় শ্রেণিতে পড়ে।
এই বয়সেই প্রচন্ড ইঁচড়েপাকা হয়েছে। সব সময় আমার পিছনে ঘুরঘুর করে এবং ভালোবাসার কথা বলে।
https://www.lovestory-bd.com/7475/
Suka
Komentar
Membagikan
pabel ahmed official
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?