মানুষ বাঁচে আশায়।
কি পেল, না পেল
তা শুধুই শারিরীক ও মানসিক চাপ।
যা কখনো কখনো সম্পর্ক রক্ষা
করতে গিয়ে বাড়তি পথচলা,
শারীরিক চাপ।
আবার করতে না পারার
বিপরীতে অপ্রীতিকর পরিস্থিতিতে পরা,
মানসিক চাপ।
এই দুই চাপে টিকিয়ে থাকে বলেই আমরা মানুষ।
মানুষ বলতে,
বায়োলজিক্যাল আইডিন্টিফিকেশানের
দুটি বিপরীত বৈশিষ্ট্যর মানুষই বোঝায়।
এক ধরণের বৈশিষ্টের নাম দেয়া হয় পুরুষ।
আবার অন্যধরনের বৈশিষ্ট্যের নাম মহিলা।
এখানে আচরণ টুকুই মুখ্য।
সাধারণত এই দুই বৈশিষ্ট্যের মানুষই
প্রকৃতিতে নিজের অবস্থান টিকিয়ে রাখতে,
নিজের কম সাচ্ছেন্দ্যর কাজগুলি ভাগাভাগি করতে সর্বোচ্চ বৈশিষ্ট্যের মিলের
পার্টনার খুঁজে নেন।
নমনীয়, কোমল মিষ্টি ভাষী, সৌন্দর্য
যৌন তৃপ্তির প্রাকৃতিক ভাবে নিবারণের সংগীকে মহিলা নামকরণ করা হয় বলে
আমার অভজারভেশান।
তাই ট্রান্সজেন্ডারদের মহিলা বলে দাবি করলে বলতে হবে তাদের আকর্ষণীয় সৌন্দর্যের দাবিদার এই মানুষরাই। যাকে, বলতে পারেন আল্লাহর বিশেষ দান।
যে মানুষদের আল্লাহ, সৃষ্টিকর্তা অতিরিক্ত বৈশিষ্ট্য দান করেছেন। কারণ
ট্রান্সজেন্ডার পুর্বের পুরুষ-মহিলা দুই বৈশিষ্ট্যের সম্মিলিত বৈশিষ্ট্যের মানুষ।
যা সবার কাছে ধরা পড়ে
চোখ কানের ব্যবহারের, দুইটা সংখ্যাগরিষ্ঠ বৈশিষ্ট্যের ডমিনেটিং বিহ্যাবিয়র অভ্যস্ততা কারণে।
সাধারণত সমাজে বেশি দেখতে পাওয়া
বৈশিষ্ট্যের মধ্যে নারী পুরুষের বায়োলজিক্যাল আইডিন্টিফিকেশানের ভিত্তিতে।
যেসব মানুষের স্বর ভারী মোটা,
তারা ভাগ হয়েছে পুরুষ নামে।
এটা প্রথম বৈশিষ্ট্য যা আমরা
মানুষের আচরণের ভবিষ্যৎ বানী আন্দাজ করে নেই।
আমরা বুঝে নেই, মোটা স্বরের মানুষদের পুরুষ বলে।
তারা অন্য বস্ত্র নিরাপত্তা দিতে জানবে।
ঠিক তখনই যদি দেখেন মানুষটির
অন্য বৈশিষ্ট্য হল ব্লাউজ শাড়ি
উঁচু হিলের জুতা পড়ে আছে।
তখন আন্দাজ করে নিই,
এই মানুষটির যৌন তৃপ্তি নেয়া দেয়ার
অনুভূতি মোটা স্বরের পুরুষ বর্গের নয়।
এখানে একটা মানুষ দুই ভিন্ন বৈশিষ্ট্য
ধারণ করে স্বাচ্ছন্দ্য বোধ করছে।
দেখুন আমরা কি, কখনো এটা নিয়ে প্রশ্ন করেছি,
আমার বৃষ্টি পছন্দ না, আপনার কেন পছন্দ!
'বৃষ্টি' পুরুষ-নারী উভয় মানুষের পছন্দ হতে পারে আবার নাও হতে পারে।
কোন মানুষের জন্য বৃষ্টি সুখের,
আবার কোন মানুষের জন্য বৃষ্টি আনে বাড়তি ঝামেলা।
এই পছন্দ অপছন্দ গ্রহণ করার বিষয়টিতে
ট্রান্সজেন্ডারের সংমিশ্রণ ঘটে।
তাই ট্রান্সজেন্ডার একাডেমিক যোগ্যতা সম্পন্ন হলে মানুষ হিসেবে আমাদের সাদরে মেনে নেয়াটাই যৌক্তিক হওয়া উচিৎ নয় কি?
দরকার নেতৃস্থানীয় মানুষের সঠিক দৃষ্টি ভংগির আইনী অনুশাসন।
যিনি নারী পুরুষের বৈষম্যকে
খাট করে দেখতে চাননা।
নারী = মানুষ
পুরুষ = মানুষ
ট্রান্সজেন্ডার = মানুষ।
আর মানুষ তিনিই, যারা আশরাফুল মাখলুকাত।
#সৃষ্টি
#premdevota
#perspective
#linkeei
#meghporifilmsbd
#scriptwriter
#whatistransgender
#transgender
#human_right
Rj Shahidul Shahidul
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Arshad Ali
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?