ইসলাম কি?
আল্লাহ তায়ালার মনোনীত জীবন বিধানই ইসলাম।
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। মানুষ ও জ্বীন জাতি ছাড়া সকল কিছু সৃষ্টি করেছেন আমাদের সহায়ক হিসেবে। অর্থাৎ সকল কিছু আমাদের কোন না কোন ভাবে উপকারে লাগবে।
সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তায়ালাই ভালো জানেন কিভাবে আমাদের জীবন সুন্দর হবে। তাই জীবনকে সুন্দর করে পরিচালনা করার জন্য তিনি একটা জীবন বিধান দিয়েছেন এবং তা কিভাবে পালন করতে হবে সেটা শেখানোর জন্য নবী রাসুল (সাঃ) পাঠিয়েছেন।
অর্থাৎ আল্লাহ তায়ালার দেওয়া বিধান নবী রাসুলগন যেভাবে পালন করা শিখিয়েছেন সেটাই ইসলাম।
Gefällt mir
Kommentar
Teilen
Saiful Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?