আগামীকাল শুক্রবার আরাফার দিন। এই দিনের একটি রোজা গত এক বছর এবং আগামী একবছরের গুনার কাফ্ফারা। তাই আসুন আমরা এই দিনে রোজা রাখি এবং গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।