আমি এখন মেয়েদের পক্ষে কিছু কথা বলবো।
মেয়েরা মেকাপ করে এবং অনেক ছেলের এটা দেখে জলে (আমারও একসময় জলতো, কিন্তু এখন জলেনা, কারণ দেখার দ্রিষ্টিভংগি বদলাতে হবে)। আচ্ছা এখন আপনারা বলেনতো আপনারা যখন প্রেম করেন কোন মেয়ে কে করেন জে মেকাপ বেশি করে না যে মেকাপ করেনা? আর মেয়েদের সুন্দর্য যে শুধু প্রকৃতিই ফুটিয়ে তুলতে হবে এটার তো কোনো মানে নেই সে নেজেওতো সুন্দর্যটা ফুটিয়ে তুলতে পারে। আর শেষ কথা আরেকজন কি করলো আর না করলো তাতে আপনার কি?