জীবনে অনেক সমস্যা আসবে। যে সমস্যার সমাধান মনে হতে পারে নেই,কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কোনকিছুরই অভাব নেই,এমন সমস্যা নেই যেটার সমাধান আল্লাহ তায়ালার কাছে নেই। আশাহারা ,ধৈর্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করাই জ্ঞানীর কাজ। একমাত্র আল্লাহই পারে জীবনকে বদলে দিতে , রহমত দিতে,নতুন করে আশা দিতে।
আল কুরআনে আল্লাহ বলেছেন,
(১) নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ]
(২) আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সুরা তালাক্ব]
Like
Comment
Share