সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপাল বলেন, 'আমি কয়েকজন নারী ফুটবলারের কল পেয়েছি, যারা কিনা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, আমরা তো শেষ, ঘরে আটকে আছি। বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। খুব আতঙ্কে দিন কাটছে আমাদের। এভাবে স্বপ্নগুলো নিঃশেষ হয়ে যাবে, ভাবিনি। এখন সবকিছুই দুঃস্বপ্নের মতো মনে হয়। খেলোয়াড়রা আমাকে ভিডিও পাঠাচ্ছে এবং বলছে- লোকজন যারা বিরোধিতা করেছিল, তারা কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এসব দেখে আমরা কান্না ধরে রাখতে পারছি না। কোনো প্রকার নিরাপত্তা নেই। কখন কী হয়, কে জানে।
喜欢
评论
分享
Shayla Surovi
删除评论
您确定要删除此评论吗?
Reduan Hossain
删除评论
您确定要删除此评论吗?
Shayla Surovi
删除评论
您确定要删除此评论吗?