• ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০ তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস করে।
• ২০০০ সাল থেকে বিশেষ মর্যাদা নিয়ে এদিনটি আন্তর্জাতিকভাবে পালন শুরু হয়।
• ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যদিও এই মাতৃভাষা ইনস্টিটিউট আলোর মুখ দেখেছিল আরো নয় বছর পরে, ২০১০ সালে।
• ২০১০ সাল থেকে এ ইনস্টিটিউটটি হাঁটি হাঁটি পা পা করে তার কার্যক্রম শুরু করে।
• ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নৃ-ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা করেছে।
• জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার ভাষায় বই ছাপা হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের আগে প্রশিক্ষণ না দেওয়ায় আশানুরূপ ফল পাওয়া যায়নি। ফলে হাজার হাজার বই ছাপা হলেও সেগুলো এখনো কোনো কাজে আসছে না।
• ২০১৯ সাল ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ’ হিসেবে পালিত হচ্ছে।
• ২০১৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৯ সালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
• জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঁচটি ভাষায় (চাকমা, মারমা, ককবরক, গারো ও সাদ্রি) প্রাথমিক স্তরে ৩য় শ্রেণি পর্যন্ত বই রচনা করেছে।
#দৈনিক প্রথম আলো
ছবি: লব্দ চাকমা

image
image
image