কুফর ও শিরকী চিকিৎসা ধংস করে,
কুরআননী চিকিৎসা হোক ঘরে ঘরে।

এই স্লোগানকে সামনে রেখেই নিয়ে এসেছি জ্বীন-যাদু চিকিৎসা শেখার এন্ড্রয়েড এপ্স। আমার দীর্ঘদিনের গবেষণা ও চিকিৎসার অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে এই এপ্সটি।
অসংখ্য মানুষ জ্বীন যাদু ও কুফরিতে আক্রান্ত হয়ে জীবন আজ বিপন্ন।
কেউ কেউ সুস্থ হওয়ার জন্য কুফর ও শিরকি চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে কিছু মানুষ সুস্থ হলেও ধংস হয়ে যাচ্ছে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান।
নিজে এবং নিজের পরিবার নিরাপত্তার পাশাপাশি, একজন মুদাব্বির হয়ে চিকিৎসা করার যত আমল প্রয়োজন, তার সমস্ত আমলই দেওয়ার চেষ্টা করেছি এই সফটওয়্যারের মধ্যে।
আমাদের উদ্দেশ্য হলো সারা বিশ্ব থেকে কুফুরী ও শেরেকী চিকিৎসার মূলোৎপাটন করে, কোরআনী চিকিৎসা কায়েম করা,
মানুষের অন্তর থেকে তাবিজ তুমার নামক ব্যাধি দূর করে, কোরআন হাদিস ভিত্তিক রুকইয়ার চিকিৎসা প্রতিষ্ঠা করা।

এখানের সমস্ত আমল শিখে আপনি পরিপূর্ণ চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ।
https://play.google.com/store/....apps/details?id=com.

consulte Mais informação
image