আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য; আল্লাহকে পাওয়ার এক অব্যর্থ মাধ্যম

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখার কাজ যারা আঞ্জাম দিতেন তাদের মধ্যে অন্যতম হযরত হানযালা রাদিয়াল্লাহু আনহু । এমনকি লেখক পরিচয়টি তার নামের সঙ্গেই জুড়ে গিয়েছিলাে । তাকে বলা হতাে ‘হানযালা আল-কাতিব বা লেখক হানযালা ।

এই সাহাবীর একটি ঘটনা । একবার সাহাবী হযরত আবু বকর রা.এর সঙ্গে তার সাক্ষাৎ হলাে । দুই সাহাবীর কথােপকথন ছিলাে এরকম-

: হানযালা, তুমি কেমন আছাে?

: হানযালা তাে মােনাফিক হয়ে গেছে!

: আশ্চর্য! কী বলছাে তুমি!

: হ্যা, তাই তাে

আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি আর তিনি আমাদেরকে বেহেশত-দোজখের কথা স্মরণ করিয়ে দেন, তখন যেন তা একেবারে আমাদের চোখের সামনে । কিন্তু এরপর যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে বেরিয়ে যাই, আমরা গিয়ে আমাদের স্ত্রী-সন্তানাদি আর সহায়-সম্পত্তির প্রতি মনােযােগী হই তখন আমরা অনেক কিছুই ভুলে যাই! (এটা তাহলে মােনাফেকি নয়তাে কী?),

: আল্লাহর কসম, এমন তাে আমারও হয়ে থাকে!

এরপর উদ্বিগ্ন মনে দুই সাহাবী ছুটলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে । সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত হানযালা আগের কথারই পুনরাবৃত্তি করলেন-

: ইয়া রাসূলাল্লাহ! হানযালা তাে মােনাফিক হয়ে গেছে!

: কীভাবে?

ইয়া রাসূলাল্লাহ! আমরা যখন আপনার কাছে থাকি আর আপনি আমাদেরকে বেহেশত-দোজখের কথা স্মরণ করিয়ে দেন, তখন যেন তা আমরা চাক্ষুস দেখি । কিন্তু এরপর যখন আমরা আপনার মজলিস থেকে বেরিয়ে যাই, আমরা গিয়ে আমাদের স্ত্রী-সন্তানাদি আর সহায়-সম্পত্তির প্রতি মনােযােগী হই তখন আমরা অনেক কিছুই ভুলে যাই!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার নিকট তােমরা যে অবস্থায় থাকো, সর্বদা যদি এমনই থাকতে আর জিকির করতে, তাহলে তাে ফেরেশতারা তােমাদের বিছানায় এসে তােমাদের সঙ্গে মােসাফাহা করতাে, তােমাদের চলার পথে এসে তােমাদের সঙ্গে মােসাফাহা করতাে! কিন্তু হানযালা, শােনাে, (সবকাজই তােমাকে করতে হবে। তাই) কখনাে আমার কাছে এসে বসাে, আবার কখনাে তােমার অন্যান্য প্রয়ােজনগুলাে পূর্ণ করাে । [সহীহ মুসলিম, হাদীস : ২৭৫০]

এ হাদীস আমাদের সামনে অনেক পাঠ উন্মােচন করে । হাদীস গবেষক মনীষীগণ সেসব দিক নিয়ে বিস্তারিত আলােচনা করেছেন । আমি এখানে এ হাদীসের একটি সরল বিষয়ের প্রতি আলােকপাত করছি ।

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে যখন সাহাবায়ে কেরাম বসতেন, তাঁর মুখ-নিঃসৃত কথা শুনতেন, তার উপদেশাবলী শুনতেন, যখন তিনি তাদেরকে আল্লাহ-পরকাল আর বেহেশত-দোজখের কথা বলতেন, তখন তাদের মনে তা গভীর রেখাপাত করতাে ।

Read more ; http://www.theislamiccommunica....tion.xyz/2022/08/All

আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য; আল্লাহকে পাওয়ার এক অব্যর্থ মাধ্যম
Favicon 
www.theislamiccommunication.xyz

আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য; আল্লাহকে পাওয়ার এক অব্যর্থ মাধ্যম

আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, আল্লাহকে পাওয়ার এক অব্যর্থ মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের উপায়, আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, আল্লাহর সান্নিধ্য লাভের উপায়