যখন নিঝুম রাতে সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি,
হুম্মম্মম এতোটা ভালোবাসি।