জিহাদ ইসলাম ও মুসলমানদের হিফাজতের হাতিয়ার

জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান | theislamiccommunication.xyz
যার ভয়ে ইয়াহুদ, নাসারা তথা বেদ্বীনরা সদা ভীতসন্ত্রস্ত । সত্যিকারের জিহাদ, সাহাবা যুগের জিহাদ । আইয়ুবী, গজনবী যুগের জিহাদ আরম্ভ হয়ে গেলে বিশ্বের কোন পরাশক্তি টিকে থাকতে পারবে না । আমেরিকার হােয়াইট হাউস পর্যন্ত থরথর করে কাঁপবে ।

তাই এরা ইসলামের জিহাদ নিয়ে বিষােদগার করে । তাদের অনুকরণে ঈমানী চেতনাহীন, দুর্বল ঈমানওয়ালা, মুসলমান নামধারী বুদ্ধিজীবী লেখকরাও জিহাদ সম্পর্কে বিরূপ মন্তব্য করে । তাদের মতে জিহাদের আদৌ কোন প্রয়ােজনীয়তা নেই । অথচ জিহাদ ফরযে কেফায়া ।

আবার কোন কোন সময় হয়ে যায় ফরযে আইন । মুসলমানদের আরেক দল মনে করে, ইসলাম মানেই জিহাদ, ইসলামে জিহাদ ও হুকুমতে ইলাহিয়্যাহর গুরুত্ব সর্বাধিক । নামায তাে হুকুমতে ইলাহিয়্যাহর জন্য ট্রেনিং কোর্স মাত্র ।

তাদের দৃষ্টিতে জিহাদ ও হুকুমতের গুরুত্ব নামায, রােজা, হজ্ব, যাকাতের চেয়েও বেশি । এটিও একটি ভ্রান্ত ধারণা । এ ক্ষেত্রে বিশুদ্ধ কথা হল, জিহাদ ফরযে কেফায়া । তবে কোন কোন অবস্থায় ফরযে আইন হলেও নামায, রােযা, হজ্ব যাকাতের পরে এর স্থান । ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তাওহীদের পরেই নামাযের গুরুত্ব সর্বাধিক । তাই কখনাে নামাযের চেয়ে জিহাদের মর্যাদা বেশি হতে পারে না ।

সম্পূর্ণ পড়তে লিংকে ক্লিক করুন : http://www.theislamiccommunica....tion.xyz/2022/08/jih

জিহাদ ইসলাম ও মুসলমানদের হিফাজতের হাতিয়ার
Favicon 
www.theislamiccommunication.xyz

জিহাদ ইসলাম ও মুসলমানদের হিফাজতের হাতিয়ার

জিহাদ শব্দের অর্থ কি, জিহাদের ঘটনা, জিহাদি পোস্ট, জিহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য, জিহাদি উক্তি, জিহাদি লেখা, ইসলামিক পোস্ট লেখা, ইসলামিক পোস্ট ছবি