ইসলামে ঝাড়ফুঁক-কে রুকাইয়াহ বলে। রুকইয়াহ অর্থ হলো ঝাড়ফুঁক, মন্ত্র ইত্যাদি। আর রুকইয়াহ শারইয়্যাহ মানে শরিয়াত সম্মত ঝাড়ফুঁক, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তবে ‘রুকইয়া’ শব্দটি সচরাচর ঝাড়ফুঁক করা বুঝাতে ব্যবহার হয়। এই ঝাড়ফুঁক সরাসরি কারো ওপর হতে পারে, অথবা কোনো পানি বা খাদ্যের ওপর করে সেটা খাওয়া অথবা ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে রুকইয়ার পানি, অথবা রুকইয়ার গোসল ইত্যাদি পরিভাষা ব্যবহার হয়। এর দ্বারা মুখদোষ দূর হয়।

আরও পড়ুনঃ https://kachermasjid.portablex....rayhomebd.com/%e0%a6

রুকইয়াহ শারইয়াহ – Kacher Masjid
Favicon 
kachermasjid.portablexrayhomebd.com

রুকইয়াহ শারইয়াহ – Kacher Masjid