পল্টু: নান্টু ভাই, কেমন আছেন? অনেকদিন আপনার খবর নাই। তা কী করছেন এখন?

নান্টু: এই তো, তোর ভাবির সঙ্গে ডিনার শেষ করে উঠলাম। আর এখন স্কচ নিয়ে বসেছি।

পল্টু: বলেন কি? তা কোনটা ব্ল্যাক লেবেল না রেড লেবেল?

নান্টু: আরে না! স্কচব্রাইট দিয়ে বাসন মাজতেছি।