নিশ্চয়ই নিসন্দেহে কোরআন একটি স্বচ্ছ বিধিমালা। যা সহজ ও স্পষ্টভাষায় বলা আধুনিক ও ঐতিহাসিক বই। যার মত করে আর একটি বই বিতর্কহীন ভাবে কোন লেখক লিখতে পারেনি আর সম্ভব নয়।
এটা জাগতিকজ্ঞান ধারণা দেয় মহাজাগতিক স্রষ্টার ইচ্ছায়। আর এটা মানুষের ভাষা আরবিতে রচিত হয়েছে যার মত করে আর লিখতে পারবেনা কেউ। কারণ মহান প্রতিপালক আল্লাহ তায়ালা তাঁর চাওয়া সহজ এই বইতে মানুষের ভাষায় নাযিল করেছেন।
#সৃষ্টি
#premdevota
Beğen
Yorum Yap
Paylaş