হযরত উমর রাযি. এর জীবন থেকে শিক্ষা
বন্ধুরা ! হযরত ওমর রাযিয়াল্লাহু আনহুকে তােমরা অবশ্যই চেনাে । ইসলামের দ্বিতীয় খলীফা । নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহচর । অত্যন্ত সাহসী বীর। অকুতভয় যােদ্ধা । আরাে কতাে অভিধা!
তার কি কোন হিসাব আছে! কখনও কখনও তাঁর আকাঙ্খ মােতাবেক অবতীর্ণ হতাে কুরআনের আয়াত । কম বড় কথা! নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাঁর সম্পর্কে বলেছেন, আমার পর কেউ নবী হলে ওমর হতাে ।
শুধু কি তাই! দুশমন শয়তানও তাকে কেয়ার করে চলতাে । ভয় পেতাে তাকে যমদূতের মতাে । দেখামাত্রই রাস্তা ছেড়ে দিয়ে দে, ছুট! এমন মহান সাহাবীর গল্প শুনতে কার না মন চায়? এমন খলীফার আলােচনা শুনতে কার না ইচ্ছা জাগে?
আমার বিশ্বাস, তােমরা সবাই গল্পগুলাে শুনার জন্য উন্মুখ হয়ে বসে আছাে! একেবারে ঝিনুকের মতাে! অধীর হয়ে । অপেক্ষার প্রহর গুণছাে । চলাে, আর নয় অপেক্ষা । আমরা সরাসরি প্রবেশ করি সােনালী যুগের সেসব গল্পে ।
পুরো পোস্ট পড়ুন : https://ajkersomaz.blogspot.co....m/2022/09/blog-post_
