সকালে চাঁদমোহন স্কুটি তে যাচ্ছিলো, হঠাৎ ব্যালেন্স হারিয়ে গাড়ি সমেত বড় ড্রেনে ঢুকে গেলো!! অনেক কষ্টে ড্রেন থেকে উঠেই দেখলো এক অতি সুন্দরী স্মার্ট মহিলা তাঁর মারুতি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন-
"কোথাও চোট লাগেনি তো? এক কাজ করুন, পাশেই আমার কোয়ার্টার, সেখানে চলুন। পরিষ্কার হয়ে তারপর যাবেন।"
চাঁদমোহনঃ- "না না, আমি ঠিক আছি।আর আপনার সঙ্গে গেলে বৌ রাগ করতে পারে।"
মহিলা বললেন "আরে ধুর, আমি একজন ডাক্তার।আপনার চিকিৎসার প্রয়োজন, চলুন আমার সাথে।"
মহিলা দেখতে খুবই সুন্দরী ছিলেন, অনিচ্ছা সত্বেও কিছুটা ঐ মহিলা ডাক্তারের সৌন্দর্য্যের লোভে পড়ে চাঁদমোহন তাঁর কোয়ার্টার এ গিয়ে ফ্রেস হলেন।
লেডি ডাক্তার ও তাঁর চিকিৎসা করে বললেন....
"বড় কিছু হয়নি, একটু ছড়ে গেছে এই যা।আমি Dettol লাগিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডা জুসটা খেয়ে নিন।"
জুস খেতে খেতে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে চাঁদমোহন বললো....
"এবার আসি, নইলে এবার বৌ সত্যি রাগ করবে।"
মহিলা ডাক্তারঃ- "এখনো বৌ কে ভয়?? আরে আপনার বৌ এসব কিছুই জানতে পারবেন না,বাড়িতে হয়তো এখন তিনি নিশ্চিন্তে বসে টিভি দেখছেন।"
চাঁদমোহনঃ- "না ম্যাডাম, বৌ হয়তো এখনো.... ড্রেন থেকেই উঠতে পারেনি"!!!
সংগৃহীত
Joy Protim
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?