সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
তুমি শ্রেষ্ঠ
তুমি রাতের রানী, বিশাল অট্টালিকায়!
কখনো হাতের মুঠোয়- নেশার গ্লাস
জড়ান স্বরে স্পষ্টত তোমার চাঁপা কষ্ট।
আমি দেখেও দেখিনি, বুঝেও বুঝিনি।
তুমি কেঁদেছিলে যেদিন সর্বস্ব হারিয়ে
সেদিন আত্নহননের লজ্জায়
ঈশ্বরের কাছেও যাইনি।
আমি বুঝতে চাইনি তোমার
অনামিকা কেন আজো খালি।
আমি দেখেও প্রশ্ন করিনি
ভ্যানিটি ব্যাগে কনডমের পাশে
গোলাপটি কেন গেছে শুকিয়ে।
তুমি চিৎকার করে কাঁদ।
ব্যস্ত নগরীতে সে শব্দ
মিলায় হাইড্রলিক ছন্দে।
তুমি কেন বুকে টেনে ফিরিয়ে দাও
আমি বুঝেও বুঝিনি।
তুমি ভোগের সুখ, তাই!
তোমায় ছুঁয়েছে হাজারো অসুর।
তোমায় লোকে বলে নষ্ট
আমি বলি, তুমিই আমাতে শ্রেষ্ঠ।
#premdevota
#সৃষ্টি
#uglytruthoflove
Me gusta
Comentario
Compartir