চোখের সামনে দিয়ে সব চলে যায়,
সময়ের আগে সব দৌড়ায়।
অশান্তির ভীড়ে প্রেম এসে
অপেক্ষা করে কিছু না বলে।
সুন্দর একটা শুরুর অপেক্ষা,
হয়তো তবে দেরি কেন?
#premdevota
#সৃষ্টি