কমপক্ষে ১০০ বার শুনেছি, তারপরও শুনবো ❤️
কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেন আজ ফেরারী
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
মন পিছু টানে।
পার্থ বড়ুয়া
সোলস

Curtir
Comentario
Compartilhar
Nayeem Islam
Deletar comentário
Deletar comentário ?