মানুষের চিন্তাধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বই। মানুষ তার মনের ভাব, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞা, স্মৃতিময় অভিজ্ঞতার বিবরণ বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে।
বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সঙ্গে পার্থিব কোনো সম্পদের তুলনা চলে না।
এই শ্রেষ্ঠ সম্পদ সুদূর রাঙামাটি থেকে পাঠিয়েছেন সুনানু শান্তি দা আ পিতা বইটি পাঠিয়েছেন খাগড়াছড়ি থেকে জনাব প্রদীপ চৌধুরি দাদা।
তারারে চিদ’ মুরত্তুন ছাগি তুলি ঝু ঝু গজাঙর।

Мне нравится
Комментарий
Перепост