Lakarta central Jame Masjid | লাকার্তা কেন্দ্রীয় জামে মসজিদ
ইতিহাসঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লাকার্তা গ্রামে অবস্থিত ৩শ বছরের পুরানো লাকার্তা কেন্দ্রীয় জামে মসজিদের নবরূপায়নের শেষে শুক্রবার শুভ উদ্বোধন করা হবে ।লাকার্তা সিকদার বাড়ীর সামনের এ মসজিদটি দীর্ঘ দুই বছর টানা প্রতিদিন গড়ে ৫০ জন শ্রমিক কাজ করে মসজিদটিকে নামাজ আদায়ের উপযোগি করে তুলেছে।
লোকেশনঃ 5CW6+6W Bhedarganj, ছয়গাঁও, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
image credit: খালেদ মাহমুদ সম্রাট
Directory: https://cutt.ly/lakartamasjid

پسندیدن
اظهار نظر
اشتراک گذاری