আমার ভীষণ খারাপ লাগে
যখন তোমার জন্য লেখা
অনাদরে পড়ে থাকে।
আমার খারাপ লাগে,
আজিমপুরের গলিতে পায়ের
ছাপ গুলো হারাচ্ছে বলে।
খারাপ লাগে, ভুলের পরে
শাসনহারা হয়েছি বলে।
আমার ভীষণ খারাপ লাগে
বারবার ভালোবাসায় প্রতারক হতে।
খারাপ লাগে খারাপ লাগে
মৃত্যু যন্ত্রণায় বেঁচে আছি বলে।
খারাপ লাগে, জীবনের বাঁকে
মিথ্যে আয়োজনে থাকতে।
খারাপ লাগে জড়িয়ে ধরে
চিৎকার করে কাঁদতে পারিনা বলে।
#সৃষ্টি
#premdevota
#poetry
#sad
#lonely
#missingyou
Gefällt mir
Kommentar
Teilen
sumaya maysha
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?