সন্ধান মিললো চার পায়ের তিমিরনতুন প্রজাতির এক তিমি আবিষ্কৃত হয়েছে। আবিষ্কারটি করেছেন মিসরের বিজ্ঞানীরা। তাদের দাবি, প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়াতো এসব চার পায়ের তিমিরা। উভচর এ তিমির কঙ্কাল পাওয়া গেছে মিসরের পশ্চিমাঞ্চলের মরুভূমিতে। তবে তিমিটি বিলুপ্ত প্রোটোসেটিডির প্রজাতির বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর রয়টার্স।

Beğen
Yorum Yap
Paylaş