আজ অনেকদিন ধরে জমিয়ে রাখা
প্রতারণাটুকুও তোরে ভীষণ অনুভব করছে।

ভেবেছিলাম তোর কথা, হাসি, জড়িয়ে ধরে
আমার শরীরে লেপ্টে থাকা টুকু ভুলে যাব।

আজ অনেকদিন ধরে তোরে বলিনা,
ভীষণ যন্ত্রণায় আমায় কেন ভালবাসিস!
#সৃষ্টি
#premdevota