আর কোন উৎসবে হাসবো না
আর কোন নিরবতায় তোকে পাবো না।
তুই আর আসবিনা সুখ নিয়ে
তুই খবরও নিবিনা আমার অসুখে।
আর কোন মুহূর্তে ঝগড়াও হবেনা,
ঝগড়া শেষে চুমুতে ঠোঁটও ভিজবেনা।
এভাবেই তুই আমি একবিংশ শতাব্দীর
দুঃখী উপন্যাস হলাম, আমাদের অপূর্ণতা নিয়ে।
#সৃষ্টি
#premdevota
Like
Comment
Share