দ্বীন সবার দ্বীনী শিক্ষাও সবার
মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দান করেছেন ইসলাম নামক মনোনীত ধর্ম ও পূর্নাঙ্গ জীবনব্যবস্থা। ইহকালীন ও পরকালীন কল্যান ও সফলতা নিহিত রেখেছেন এই দ্বীনের মাঝে। এই ধর্মের জ্ঞান অর্জন করা ও তার অনুশাসন মেনে চলা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য।
দ্বীন যেভাবে সবার; দ্বীনি ইলম অর্জন করাও সবার দায়িত্ব। দ্বীনের প্রাথমিক বিষয় সবাইকেই জানতে হবে। ইসলাম যেহেতু ব্যাক্তিকেন্দ্রিক ধর্ম নয়, বরং সর্বজনীন। জীবনের প্রতিটি শাখায় ইসলামের নির্দেশনা রয়েছে। প্রয়োজনীয় ইলম অর্জন না করলে ইসলামী জীবন-যাপন অসম্ভব।
দ্বীন ইসলাম ছাড়াও বহু ধর্মব্যবস্থা প্রচলিত রয়েছে এই পৃথিবীতে। যা মানুষের মনগড়া, মস্তিস্কপ্রসূত কিংবা রহিত, বিকৃত। যা শুধু নির্দিষ্ট কিছু রুসুম রেওয়াজ পালনেই সীমাবদ্ধ। যাতে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবন পরিচালনার কোন সুষ্ঠু দিক নির্দেশনা নেই, যা মানুষের ইহলৌকিক ও পারলৌকিক স্থায়ি সুখ শান্তির নিশ্চয়তা দিতে পারে। তাই তা যেভাবেই পালন করা হোক, ভুল শুদ্ধ তাতে কিছু যায় আসে না। পরিণামে সবই সমান।
পুরো পোস্টটি পড়ুন : http://www.theislamiccommunica....tion.xyz/2022/10/din