3 yrs ·MeghPori Films™

অন্ত:হীণ ভাবে চাই বলে
তোর প্রতি খেয়ালে মনোযোগী।
ঝগড়া, তাতো মাগী কয়ে
ডাকার তীব্রতা।
তোর খোলা চুলের খোপা বাঁধা,
শরীর জুড়ে কামিনী ঘ্রাণ!
আমার বখাটেপনা বাড়িয়ে দেয়।
তোর অনাবৃত গোপন দেশ,
আমার উন্মাদ প্রেমের আহবান।
তোরে এমনি করে চাই বলেই,
ছিনালি হাসিতে রই কাছে।
#সৃষ্টি
#premdevota

MeghPori Films™