আমার বউয়ের ডেলিভারির সময় আমি একটা নার্সের সাথে কথা বলছিলাম, সাধারণ জিনিসগুলা জানার জন্যে। যেহেতু একটাই বউ, প্রথম বাচ্চা ❤
আমার অভিজ্ঞতা ছিলো শূন্য। স্বাভাবিকভাবেই জানতে চাইবো।
আমার বউকে OT থেকে বের করার পর জিজ্ঞাসা করলাম, "কেমন লাগছে এখন?" বউ তার উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো নার্সটার সাথে কি কি গল্প করছো? পছন্দ হইছে? আগামি ৪০ দিনের জন্যে ম্যানেজ করতেছো নাকি!
**আমি ভাই সেইদিন বুঝছিলাম ভাই,, সত্যি কারের ভালোবাসার মানুষ তার নিজের মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারেনা। অপারেশনের পেইন ভুলে যেতে পারে তবে নিজের ভালোবাসা কে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার পেইন ভুলতে পারেনা।** 🤦🏼
#collected
#thesheshkotha
처럼
논평
공유하다