আপনি Professional Video Editing শিখে নিজেকে প্রোফেশনাল বিশ্বে এক শ্রেষ্ঠ সীমায় নিয়ে যেতে পারবেন। টিভি মিডিয়া এবং মডার্ন প্রচার এর ক্ষেত্রে ভিডিও এডিটিং এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফ্রিল্যান্সিং প্লাটফর্মেও এর আছে ব্যাপক চাহিদা। সুতরাং বুঝতেই পারছেন বর্তমান মার্কেটে ভিডিও এডিটিং এর কিরকম চাহিদা। অনেক ভালো মানের মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, শর্ট ফিল্ম ও তথ্যচিত্র সৃষ্টি করার জন্য নিশ্চয়ই ভিডিও এডিটিং জানতে হবে।

আপনিও চাইলে ভিডিও এডিটিং শিখে প্রচণ্ড ইজিলি আপনার প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারেন। এ কোর্সটি করলে আপনি যা শিখতে পারবেন তা হচ্ছে Premiere pro interface, Tools, Basic Editing, Special Effect, Green Screen Remove, Color Grading, Title Animation, Audio Editing, Final Rendering, Career guidline Tips ইত্যাদি।
Career Guideline
(১) যেকোন ফিল্ম বা মিউজিক প্রোডাকশন হাউজে পূর্ণ সময় বা পার্টটাইম চাকরি করতে পারবেন।
(২) ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
(৩) Youtuber হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ক্যারিয়ার আরম্ভ করতে পারবেন।
তাহলে দেরী কিসের আজ থেকেই শুরু করে দিন Video Editing ক্যারিয়ার আর গড়ে তুলুন আপনার ভবিষ্যত
Course Link: https://10ms.io/crF9DF
Discount Code:VEP10AFF {10%off}

Best Video Editing Course with Premiere Pro | ভিডিও এডিটিং কোর্স
Favicon 
10ms.io

Best Video Editing Course with Premiere Pro | ভিডিও এডিটিং কোর্স

জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে এনরোল করুন টেন মিনিট স্কুলের এই Video Editing Course -এ!