শোনো বলি তোমায়
না বলা কথাগুলো আজ বলে দিতে চাই
বল কি বল বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি শুধু আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়
সাত সাগর আর তেরো নদী
পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে তুমি
ভালোবাসি তোমায় পুরনো অনুভবে
এই মনের যতদিন রাজকুমার তুমি
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি শুধু আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

image