ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। কাতারে বিশ্বকাপ চলাকালে একদিন বাবলুর বাবা তার জন্য একটি ফুটবল কিনে আনলেন।

বাবলু ফুটবল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলল-

বাবলু: বাহ্! বাবা, দারুণ! কিন্তু ফুটবলের ব্যবহারবিধিটা কোথায়?