যে কারণে ভূমির পোশাক নিয়ে এত আলোচনা
***********************************************************************
২১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২২। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাবিনা ট্যান্ডন ছাড়াও অনেক বড় তারকা। তবে পোশাকের কারণে ব্যাপকভাবে আলোচিত হন ভূমি পেডনেকর। কিন্তু কেন? চলুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক।
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে সিরিজ ‘রকেট বয়েজ’। সেরা সিরিজ, সেরা পরিচালকসহ জিতেছে আট পুরস্কার। এদিন হাজির ছিলেন সিরিজের প্রধান অভিনেতা জিম সার্ব। তিনি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কারও।
Source: প্রথম আলো
إعجاب
علق
شارك